রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির নতুন নেতৃত্বে মামুন ও শামীম

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে বাঙালিদের সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির (ব্যান্ডস) নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে আয়োজিত সভায় শেখ আল মামুন সভাপতি ও মো. শামীম মিয়া সাধারণ সস্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

সংগঠনের বিদায়ী সভাপতি মো সোলায়মান আলীর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সস্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টি প্রদীপ মালাকার, সহ সভাপতি রফিকুল ইসলাম, শেখ আল মামুন ও তপন সেন, সহ সাধারণ সস্পাদক মো. হাসান জিলানী, কোষাধ্যক্ষ শামীম আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী আকন্দ, সাংস্কৃতিক সস্পাদক মো. মোশাহীদ চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক জীবন কৃষ্ণ মন্ডল, কার্যকরী সদস্য শ্যামল কান্তি চন্দ।

সভায় নতুন সভাপতি ও সাধারণ সস্পাদককে বিদায়ী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে চার বছর মেয়াদী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শেখ আল মামুন ও মো. শামীম মিয়া মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন