রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বিজনেস এক্সপো ২৩ নভেম্বর; ইউএসবিসিসিআই-বাংলাদেশ কন্স্যুলেটের মত বিনিময়

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশে বিনিয়োগে মার্কিনীদের উৎসাহিত করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার অভিপ্রায়ে আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে দিনব্যাপী ‘বিজনেস এক্সপো’তে সর্বাত্মক সহায়তা দেবে বাংলাদেশ কন্স্যুলেট।

ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউএসবিসিসিআই) শীর্ষ কর্মকর্তারা গেল ৫ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এ নিয়ে মত বিনিময় করেছেন। কৌশলগত এ আলোচনায় কনসাল জেনারেল নাজমুল হুদা, ডেপুটি কন্সাল জেনারেল এসএম নাজমুল হাসান ছাড়াও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউএসবিসিসিআইয়ের সভাপতি লিটন আহমেদ, বোর্ড সদস্য শেখ ফরহাদ, আহাদ আলী, ইসমাইল আহমেদ, মিলি এ ভূঁইয়া, রফিক খান ও বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা ও বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। সে আলোকেই ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ২০২৪-কে সফল করার অঙ্গীকার করেছেন কন্সাল জেনারেল। এই এক্সপো অভিবাসী ও সংখ্যালঘু-মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং উন্নয়নের সুযোগ তৈরি করতে মনোনিবেশ করবে বলে জানান লিটন আহমেদ।

তিনি আরও জানান, এই এক্সপোতে আইআরএসের একজন কর্মকর্তা এবং সংখ্যালঘু নারী ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান কাজে নিয়োজিত একজন কর্মককর্তাও থাকবেন প্রবাসীদের নানা সমস্যা নিয়ে আলোকপাত করতে।

সভায় নাজমুল হুদা বলেছেন, ‘ইউএসবিসিসিআইয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এই উদ্যোগগুলোকে আরও সমৃদ্ধ করবে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য নতুন দরজা খুলে দেবে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন