বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ অক্টোবর

সোমবার, অক্টোবর ৭, ২০২৪

প্রিন্ট করুন

নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য নিউইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের জন্য আর সময় আছে ২০ দিন। ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারলেই নাগরিকরা আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন। 

অনলাইন ও অফলাইনেও এই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। নিউইয়র্ক সিটির ভোটার রেজিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়েও ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিকরা।

বিশিষ্টজনরা বলছেন, আমেরিকায় আগামী প্রজন্মের ভবিষ্যতসহ বাংলাদেশি কমিনিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকারের বিকল্প নেই। এ ছাড়া যুক্তরাষ্ট্র সরকারের ওপর নির্ভর করে বিশ্বব্যাপী নানা সিদ্ধান্ত। তাই সকলের উচিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করা।

গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন। এ ছাড়া রিপাবলিকান পার্টির হয়ে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে দুই প্রার্থীর সরব প্রচারণায় মুখরিত মার্কিন রাজনৈতিক অঙ্গন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন