শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন আমেরিকার আনন্দঘন বার্ষিক বনভোজন

রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বসবাসরত শ্রীমঙ্গলবাসীর সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা গেল ১০ সেপ্টেম্বর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কের এ আয়োজনে স্বপরিবারে অংশ নেন অনেকেই। নিউইয়র্ক ছাড়াও কানেকটিকাট, নিউজার্সি, কানাডা, লন্ডন বসবাসকারী শ্রীমঙ্গল প্রবাসী নানা বয়সী মানুষের উপস্থিতিতে বনভোজনটি পরিণত হয় শ্রীমঙ্গলবাসীর মিলনমেলায়। বনভোজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, সকালের নাস্তা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সংগীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী।

সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও খলিলুর রহমান, সমন্বয়কারী মোস্তাক এলাহী চমন, সদস্য সচিব ইমদাদুল হক ইপু, সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্ত, ইমরুল কায়েস, ফয়েজ বক্স ও সুলতানা পলি ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাবিদ সাইয়্যিদ মুজিবুর রহমা। এ সময় ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঝলক দত্ত, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেইন, সহ-কোষাধ্যক্ষ নুরুল আলম শিবুল, ক্রীড়া ও যুব সম্পাদক আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা নিপা, সদস্য মুজিবুর রহমান রেনু, দিলদার হোসেন, পিন্টু ভৌমিক, সজল চৌধুরী হিরণ, রেদোয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ বশির, মোস্তাফা গাজী সোহেল ও ফারহানা রহমান বর্ণা, উপদেষ্টা শামীম তারেক, রোকেয়া আক্তার চৌধুরী, দিদার শাহীন, মঈন উদ্দীন চৌধুরী, সৈয়দ শামিম আহমদ, শওকত আরা শেলী, জাহেদ চৌধুরী, নোমান হোসেন, এবাদ চৌধুরী। আরো ছিলেন সাবিরা চৌধুরী রিভা, জামাল উদ্দীন আহমদ, মোহাম্মদ নোমান প্রণব সেন চৌধুরী, কৃষ্ন সেন চৌধুরী, ইমাদ আহমেদ সানি, রিপন মিয়া, সুলতানা চৌধুরী জলি, পল্লব চৌধুরী, সুলতান চৌধুরী, মোস্তাক তপু, কানাডা প্রবাসী মনতাজ বেগম নিনা, যুক্তরাজ্য প্রবাসী সাবেক টি প্ল্যান্টার মৌলভীবাজার রোড আজিজ সুপার মার্কেটের পরিচালক আমিনুর রশীদ সেলিম প্রমুখ।

বক্তৃতা করেন রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ সভাপতি বশির খান, লোকমান হোসেন লুকু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, উপদেষ্টা আবুল খায়ের, মৌলভীবার ডিষ্টিক্ট সোসাইটির সভাপতি তজম্মুল হোসেন, সদস্য চৌধুরী তানিম, ট্যাক্স কনসালটেন্ট জুলকার হায়দার, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাভেদ আহমদ, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির উপদেষ্টা রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম ও সভাপতি এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হারুন আলী, সিলেটের রিয়েল ষ্টেট ব্যবসায়ী স্পন্সর আশরাফ উদ্দীন কালাম, সিলেটের সাবেক ছাত্র নেতা আজাদ উদ্দিন, সৈয়দ জিয়াউস শামস এলেন, জকিগঞ্জ সোসাইটির উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি লং আইল্যান্ডের সভাপতি সৈয়দ রুহুল আলী, তজম্মুল, চৌধুরী তানিম, এমএন্ড হোম কেয়ারের কর্ণধার সামিউল এ চৌধুরী, মার্কস হোম কেয়ারের শেখ আব্বাস।

স্বাগত বক্তৃতা করেন বনভোজনের আহবায়ক মিজানুর রহমান। সংগঠনের কর্মকর্তা ইমদাদুল হক ইপু ও মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনের পরপর শুরু হয় বিভিন্ন খেলাধুলা। খেলাধুলা পরিচালনা করেন ঝলক দত্ত, দিলদার হোসেন, আবুল বাশার, রহিমা নিপা ও ফারহানা বর্না। খেলাধুলা শেষে মধ্যাহ্ন ভোজে গোল্ডেন প্যালেস ক্যাটারিংয়ের সুস্বাদু খাবারে সকলকে আপ্যায়ন করা হয়।

সাংস্কৃতিক সম্পাদক সুলতানা পলির পরিচালনায় অনুষ্ঠানে গান করেন সিলেট বেতার ও পায়রা শিল্পী গোষ্ঠির শিল্পী হামিদ ইকবাল, ফারুক সিদ্দীকি, মিতা কর, পল্লব চৌধুরী, ঝলক দত্ত। সাউন্ড সিস্টেমে ছিলেন জাহেদ চৌধুরী।

সবশেষে খেলাধুলায় অশগ্রহণকারী ও র‌্যাফেল ড্র জয়ীদের মাঝে জামাল উদ্দীন আহমদ ও নোমান হোসেনের পরিচালনায় পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল এমএন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিমিটেড, হাসান মালিক এসকিউ, সোনালী ইন্সুরেন্স এজেন্সি, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশার, দিলদার হোসেন, কসমিকো খেলাধুলার পৃষ্ঠপোষকতায় ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন