বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সাংসদ আব্দুস সবুরের সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি কুমিল্লাবাসীর

রবিবার, জুলাই ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সাংসদ আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সর্বজনীন সংবর্ধনা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কুমিল্লাবাসী। এ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী নিউইয়র্ক সিটিতে ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত দাউদকান্দি-তিতাসবাসীর সঙ্গে বশিরুল আলম মিয়াজীর একাধিক মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

গেল সোমবার (১ জুলাই) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্ট পার্টি হলে বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনির সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে কমিউনিটির লিডার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী এতে উপস্থিত ছিলেন।

সভায় বশিরুল আলম মিয়াজী বলেন, ‘দাউদকান্দি তিতাসবাসির আশা-আকাঙ্কার প্রতীক, আধুনিক দাউদকান্দি তিতাস বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা আব্দুস সবুরের সংবর্ধনা অনুষ্ঠান নিউইয়র্ক সিটিতে আয়োজন করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের।’

তিনি অনুষ্ঠানকে সফল, সার্থক ও প্রাণবন্ত করতে দল-মত নির্বিশেষে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য দেন রুহুল আমিন সরকার, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সোসাইটির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, দেওয়ান সাত্তার, রাসেল সরকার, হাসান কবির সুমন, নুরুল আমিন রিটু, ওয়ালীউদ্দিন সরকার, মাইনউদ্দিন ভুইয়া সুমন, সেলিম আহমেদ, মাইনউদ্দিন মিয়াজী, মো. শামীম খান, মোশাররফ হোসেন, একরামুল হক, শাহদাত হোসেন টিপু, ইকবাল খান, মনসুর আহমেদ মিয়াজী, রাশেদুল পাটোয়ারী, তারেক খন্দকার, মো. জাকির হোসেন, সাইদুজ্জামান রিংকু, রমজান আলী, রেজা করিম, মো. হাবিব উল্লাহ, কাউসার রায়হান, আবুল কালাম, রাজন হাসান, এইচআর ভুইয়া আখলাছ, আরিফ সরকার, জুনায়েদ মিয়াজী, ফিরোজ আহমেদ, আব্দুল আলীম মিয়া, মো. রনি, আলম হোসেন, মো. হোসাইন, মো. জামান, আ. রাজ্জাক, জাহিদুর রহমান, শামসুদ্দিন বসির, জামিল মিয়াজী, আরিফ আহমেদ, ইন্দ্রজিত সাহা, ওয়াসির খান, কামরুল হাসান, সোহেল সরকার। সভা সঞ্চালনা করেন আসম খালেদুর রহমান মিয়াজী সবুজ।

এছাড়াও গেল ২৪ জুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনে হালাল বাস্কেট রেস্টুরেন্ট পার্টি হলে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এনামুল হক এমডির সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বশিরুল আলম মিয়াজী আব্দুস সবুরের সংবর্ধনা অনুষ্ঠানের লক্ষ্যে সভায় আসা সবাইকে ধন্যবাদ জানান ও সকলের সহযোগিতা কামনা চান। সভায় বক্তব্য দেন ইয়ার আহমেদ পাটোয়ারী, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, মো. আবু মুসা, নুরুল ইসলাম, রেজাউল করিম, এ সিদ্দিক, রাসেল সরকার, শাহ নেওয়াজ সরকার (শানু), আসম খালেদুর রহমান মিয়াজী সবুজ, নুরুল আমিন রিটু, মনসুর আহমেদ মিয়াজী, নুরুল ইসলাম সুজন, হাসান কবির সুমন, মোখলেসুর রহমান, নুরে আলম, মামুন হোসেন বিপ্লব, আ. হান্নান ভুইয়া, রাসেল, সাইফুল সরকার, মো. আলী মিয়াজী, মো. সোহেল মিয়া, আলম হোসেন, মো. সালাউদ্দিন।

সভায সঞ্চালনা করেন ইউনুস সরকার।

আব্দুস সবুর যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে এ সংবর্ধনা দেয়া হবে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন