সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি বাংলাদেশি-আমেরিকান শেখ মঈনের

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান শেখ মঈন। গেল ২৫ আগস্ট শেখ মঈন সার্জেন্ট পদে শপথ নিয়েছেন। কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে তাকে এই পদোন্নতি দেয়া হয়। এর আগে শেখ মঈন পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) তে কর্মরত ছিলেন।

সার্জেন্ট পদে শপথ নেয়ার পর শেখ মঈন বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।’

শেখ মঈনের জন্ম বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়ায়। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। শেখ মঈনের পিতা শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শেখ মঈনের মা মরিয়ম খানম।

শাহজাহান শেখ ও মরিয়ম খানম তাদের কনিষ্ঠ ছেলে শেখ মঈনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন