ইফতেখার ইসলাম: অভিবাসীদের নিয়ো সংকট কাটছে না যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার সিটি মেয়র এরিক অ্যাডামস শহরে অভিবাসী বহনকারী বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে ৭০৮ মিলিয়ন ডলারের মামলা করেছেন। এরমধ্যে রয়েছে ১৭টি চাটার্ড বাস এবং বাস কোম্পানি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে অ্যাডামস বিষয়টি নিশ্চিত করেছেন। অভিবাসীদের পেছনে গত ২০ মাসে যা খরচ হয়েছে সে হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক সিটি এই মানবিক সংকট মোকাবেলায় সর্বদা কাজ করকে প্রস্তুত। কিন্তু টেক্সাস থেকে এভাব কেবল আমদের ওপর অভিবাসী চাপিয়ে দেওয়া মেনে নিবো না। আমরা বেপরোয়া রাজনৈতিক চক্রান্তের এই ব্যয় বহন করতে পারি না।
তিনি বলেন, আজ আমরা ১৭টি কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। তারা টেক্সাসের গভর্নর অ্যাবটের পরিকল্পনায় যুক্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাব৷ নিউইয়র্কে ১০ হাজার অভিবাসী প্রবেশ করিয়েছে।
তিনি আরও বলেন, মামলাটি নিউইয়র্ক সিটির হেফাজতে থাকা অভিবাসীদের খরচ এবং গভর্নর অ্যাবটের পরিকল্পনার অংশ হিসাবে ভবিষ্যতে টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিতে আসা অভিবাসীদের খরচ মেটাতে কয়েক মিলিয়ন পুনরুদ্ধার করার জন্য দায়ের করা হয়েছে।
অ্যাডামস বলেন, এই সংস্থাগুলি অভিবাসীদের যত্ন নেওয়ার খরচ না দিয়ে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছে। সেই কারণেই আমরা টেক্সাসের দ্বারা গত দুই বছরে এখানে পাঠানো অভিবাসীদের যত্ন নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যয় করা প্রায় ৭শ মিলিয়ন পুনরুদ্ধারের জন্য মামলা করছি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন