শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে আজ্ঞাবহ সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ শেষে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলনে শুধুমাত্র নিজেদের আজ্ঞাবহ সাংবাদিকদের জানানো হয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের এক সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যারা অংশ নিতে চায় তাদের তালিকা নেওয়া হয়। কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে হোয়াইটস অ্যাপ গ্রুপে প্রেসের দায়িত্বে থাকা নাছির উদ্দীন জানান, যারা বিশেষ পাস পেয়েছেন, শুধু তারাই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, সংবাদ সম্মেলনে কি প্রশ্ন করা হবে তা আগে সাংবাদিকদের থেকে জেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে সেখান থেকে ৬/৭ জনকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।

সাংবাদিকরা আরও জানান, প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি প্রেস সেক্রেটারি নুর এলাহী মিনা সংবাদ সম্মেলনের আয়োজনের দায়িত্বে ছিলেন। তিনি সংবাদ সম্মেলনে নিজের পছন্দের লোকদের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে সংবাদ সম্মেলনে সব সাংবাদিক আমন্ত্রণ না পেলেও দলীয় লোকজনে পরিপূর্ণ ছিল সংবাদ সম্মেলনস্থল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন