নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ করায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের বাইরে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।
সোমবার সকালে লোয়ার ম্যানহাটনের ওয়াল স্ট্রিটের প্রবেশপথে এই বিক্ষোভ করে ইহুদি ভয়েসেস ফর পিস। যেখানে প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন।
সংগঠনটির দাবি, মার্কিন করদাতাদের অর্থ দিয়ে ইসরায়েলে যে সামরিক সহায়তা পাঠানো হচ্ছে, তা বন্ধ করতে হবে।
ইহুদি ভয়েসেস ফর পিস-এর সদস্য রোজালিনা পেচেভস্কি বলেন, আমাদের অনেক সম্পদ যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আমরা এই যুদ্ধ সমর্থন করি না।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভটি শান্তিপূর্ণ হলেও নিরাপত্তা লঙ্ঘনের কারণে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নিজ দেশের জলবায়ু সংকট এবং স্বাস্থ্যসেবায় বরাদ্দ না দিয়ে যুদ্ধে অর্থদানের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন নাগরিকরা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন