সিএন প্রতিবেদন: উৎসব, আনন্দ আর প্রতিশ্রুতিতে উদযাপিত হয়েছে প্রথম আলো উত্তর আমেরিকার মাসিক কবিতার পাতা ‘কবিতার এক পাতার’ ষষ্ট বর্ষপূর্তি।
শনিবার (২৬ অক্টোবর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে কথা, কবিতা ও গানের মাধ্যমে এই বর্ষপূর্তি উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সংগঠক জাকির হোসেন। পরে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী। তিনি বলেন, কবিতার একপাতাতে সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষী কবিদের সংযুক্তি ঘটেছে। এ কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করে যাচ্ছেন বলে কবি ও কবিতার পাতা সম্পাদক ফারুক ফয়সল। এজন্য তিনি প্রশংসার দাবিদার।
কবিতার এক পাতার সম্পাদক কবি ফারুক ফয়সল বলেন, যেসব কবি তাঁদের শত ঝামেলা, উপদ্রব সরিয়ে রেখে আমার দাবির কাছে ভালোবেসে নিজেকে সমর্পণ করেন, চাহিদা মতো নিয়মিত লিখে পাঠান, তাঁদের জন্যে আমার এক বুক ভালোবাসা। যাঁরা ভালোবেসে নিয়মিত পড়ে আমাদেরকে মন্তব্য লিখে, ফোন করে, ম্যাসেঞ্জারে জানিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাঁদের জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা।
কবি তাপস গায়েন কবিতার এক পাতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, কবি নিজেকে কাজের মধ্যে আস্থাশীল দেখতে চান। তিনি সেক্ষেত্রে নিক্ষিপ্ত হন এক নির্জনতার মধ্যে, যা নির্দেশ করে এক সত্তাকে। যা কাজ নয়, বরং কাজের ছায়ার মধ্যেই আবর্তিত, যা কবির জন্য এক অনিবার্য নির্জনতা । তাহলে, কবিতা কী? কবিতা, বোধকরি, তাই যা এখনও লেখা হয়ে উঠেনি
আলোচনায় অংশ নিয়েছেন কবি শামস আল মমীন, প্রাবন্ধিক আহমাদ মাহার, কবি তমিজ উদ্দিন লোদি, কবি তাপস গায়েন, কবি ধনঞ্জয় সাহা, রেখা আহমেদ, নসরত শাহ আজাদ, আদনান সৈয়দ প্রমুখ। কবিতা পাঠে ছিলেন কবি মনিজা রহমান, স্বপন কুমার, রওশন হাসান, জেবুন্নেসা জ্যোৎস্না, লায়লা ফারজানা, মোহাম্মদ রশিদ, আদিত্য শাহিন প্রমুখ।
লেখক, সাংবাদিক ও সংস্কৃতিজনের মধ্যে উপস্থিত ছিলেন ছন্দা বিন্তে সুলতান, লায়লা ফারজানা, আহসানুল কারীম, জেবুন্নেছে জোছনা, আবু চৌধুরী, মাহমুদুল চৌধুরী, শেলী জামান খান, ফারুক ফয়সাল, আব্দুল কাইয়ুম, মনজুরুল হক, রহমান সুবহান রাজিব, রুফিয়া আক্তার চৌধুরী, আব্দুল হামিদ সোহেল, মনিজা রহমান, মাহফুজুর রহমান, হেলাল চৌধুরী, সেলিনা উদ্দীন, ধনন্জয় সাহা, আদনান সৈয়দ, সায়মা করিম, সৈয়দ মনির হোসেন, আজমল হক, আদিত্য শাহীন, লাইলা খালেদা, আল আমিন বাবু, কাবেরী দাস, সজিব মোদক, মিয়া এম আছকির, ইশরাত বোখারি, শাহাজাদা চৌধুরী প্রমুখ।
কবিতার এক পাতা’র ষষ্ট বর্ষপূর্তি অনুষ্ঠানে জানানো হয়, কবিতায় এক পাতায় প্রকাশিত বাছাই করা কবিতা নিয়ে একটি সংকলন গ্রন্থ দ্রুতই প্রকাশিত হচ্ছে। কবিতার এক পাতা এবং প্রথম আলো উত্তর আমেরিকার পাশে থাকার জন্য অনুষ্ঠান থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
হিউম্যান কন্সার্ন ইউএসএ এবং প্রথম আলো ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
বিশিষ্ট শিল্পী কাবেরী দাস কোন আনুষ্ঠানিকতা ছাড়াই বেশ কয়েকটি গান পরিবেশন করেন তাঁর সহশিল্পীদের নিয়ে। তবলায় ছিলেন সজীব মোদক। খ্যাতিমান মন্দরা বাদক আব্দুস শহীদ কৌতুক পরিবেশন করেন।
Views: 4
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন