সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী সংগঠনের কার্যক্রমকে ডিজিটালভাবে সাধারণ সদস্যদের কাছে পৌঁছে দিতে অত্যাধুনিক ওয়েবসাইটটি তৈরি করা হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) নিউইয়র্কের ব্রুকলিন শহরের ম্যাকডোলান্ডে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়।
এ সময় সমিতির সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দের পাশাপাশি আজীবন ও সাধারন সদস্য সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
জানা যায়, ওয়েবসাইটের মাধ্যমে যেকোন কেউ সমিতির কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন। পাশাপাশি চট্টগ্রামবাসীরা সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া সমিতির নিয়মিত হিসাব সম্পর্কেও অবগত হতে পারবেন, যা প্রদর্শনীর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন অন্তবর্তীকালীন কমিটির অন্যতম সদস্য নুরুল আনোয়ার। এই ওয়েবসাইটের মাধ্যমে সংগঠন এবং সদস্যরা উপকৃত হবেন বলে সকলেই আশা প্রকাশ করেছেন।
এদিকে একইদিন সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ ও অন্তবর্তীকালীন কমিটির আরেক সদস্য মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মেহবুবর রহমান বাদল, সাবেক উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, আজীবন সদস্য ও সাবেক ট্রাষ্টি বোর্ডের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন। বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য আহসান হাবীব, সমিতির সাবেক কর্মকর্তা ও রাজনীতিবিদ হেলাল মাহমুদ এবং সাবেক সহ-সভাপতি মাসুদ সিরাজী প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অন্তবর্তীকালীন কমিটির অন্যতম সদস্য নুরুল আনোয়ার।
দোয়া পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসের মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দীন এবং কুরআন তেলোয়াত করেন মাহবুবুর রহমান।
সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার প্রসারের উপর গুরুত্বারোপ করেন এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস ঘোষনা করায় এই বিল যারা স্পন্সর করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশেষ করে এই বিলের কো স্পন্সর বাংলাদেশের চট্টগ্রামেরই বংশোদ্ভুত কাউন্সিল মেম্বার শাহানা হানিফের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এছাড়া বক্তারা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে সভার সভাপতি আবু তাহের তাঁর বক্তব্যে চট্টগ্রামবাসীকে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন