নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে গেলো দুইবছর আয়োজনহীন ঈদ পালন করলেও এবার বাড়তি আমেজ বিরাজ করছে নিউইয়র্ক সিটিতে। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। আর তাই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন শহরের বাসিন্দারা।
সরজমিনে দেখা গেছে, নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও ব্রঙ্কসে চলছে ঈদের নতুন পোষাক কেনাকাটার উৎসব। পাশাপাশি চলছে চাঁদ রাতের আয়োজন।
জ্যমাইকার স্থানীয় হিলসাইডস্থ আল হামরা, তাবাসসুম ফ্যাশন, পরিণীতা প্রভৃতি ফ্যাশন, জ্যাকসন হাইটসের আইএসপি, রুকশানা ফ্যাশন, পারফেকশন ব্রাইডালস, অমিত ফেব্রিকস এন্ড শাড়ি হাউজ, সাওয়ারিয়া, পীড়ান, লিপি ফ্যাশন, ব্রঙ্কসের প্রতিদিন ফ্যাশান, টাঙ্গাইল শাড়ি ঘর প্রভৃতি স্টোরগুলোসহ শহরের দোকানগুলোতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
ঈদ উপলক্ষে এখন প্রায় সব দোকান কাপড়ে ভর্তি। ছেলে মেয়েদের আলাদা আলাদা ডিজাইনের কাপড়ে সেজেছে দোকানগুলো। আর ক্রেতারা যার যার পছন্দমতো বেচে নিচ্ছেন। এদিকে কিছু কিছু দোকানে রয়েছে আকর্ষণীয় বিক্রির অফার, মূল্যছাড় ও গিফটের ব্যবস্থা। আর এসব আকৃষ্ট করছে ক্রেতাদের।
জ্যাকসন হাইটসের এক দোকানদার রফিকুজ্জামান বলেন ,রোজা শেষ হয়ে আসায় এখন দোকানে মানুষের ভিড় বাড়ছে। দিনের বেলা ক্রেতার সংখ্যা কম থাকলেও বিকেল গড়াতেই ক্রেতাদের আনাগোনায় পূর্ণ হয়ে ওঠে দোকান ও শফিং কমপ্লেক্সগুলো।
তিনি আরো বলেন, এখানে বাংলাদেশি পোষাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাকের ব্যাপক কদর রয়েছে। এছাড়া দোকানগুলোতে ঈদের কেনাকাটায় আরো রয়েছে ফ্যাশানেবল জুতো, জুয়েলারি, অলংকার, পারফিউম প্রভৃতি।
জ্যাকসন হাইটসে ঈদের বাজার করতে আসা মোতাহার হোসেন নামের এক প্রবাসী বলেন, এবার একটু আগেভাগেই ঈদের বাজার করতে এসেছি। বাংলাদেশি স্টোর থেকে বাঙালি পরিবেশে ঈদের কেনাকাটার মজাই আলাদা। এজন্যই বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বাজার করতে আসা। সেই সাথে পরিবার নিয়ে এক সাথে বাংলাদেশি রেষ্টুরেন্টে বসে ইফতার করার সুযোগও হলো।
তিনি আরো বলেন, কেনাকাটার পাশাপাশি জ্যাকসন হাইটসে একাধিক স্টোর থাকায় এখানে দোকানে দোকানে ঘুরে অনেকটা বালাদেশি পরিবেশ অনুভব করা যায় এবং পছন্দের সুযোগও থাকে। যা লং আইল্যান্ডে নেই। সেখানে ভারতীয় দোকান থাকলেও পছন্দ করার বিকল্প সুযোগ কম। আবার একটু দূরে গিয়ে ঈদের বাজার করার আনন্দও রয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন