সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি ও প্রবাসী বাংলাদেশি সমাজের আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এজন্য ম্যানহাটনের ম্যারিয়ট মাকুইস হোটেলের ৬০০ লোকের আসন বিশিষ্ট বলরুম ভাড়া করা হয়েছিলো।

মূলত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের পক্ষ থেকেই এই আয়োজন চলছিলো বলে সংশ্লিস্ট সূত্রে জানা যায়।
কিন্তু ড. ইউনূসের অনাগ্রহের কারনেই তা বাতিল করা হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।

তাছাড়া ড. ইউনূসের নিউইয়র্ক আগমনের দিন-তারিখও পিছিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন ড. ইউনূস।

দায়িত্বশীল সূত্র জানায়, এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ঢাকায় বিভিন্ন বিতর্কিত তথ্য যাওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবর্ধনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচিতেও। যদিও ঢাকা থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সময়ের স্বল্পতার কারণে-ই এসব পরিবর্তন।

Views: 10

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন