বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক আ. লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে, পররাষ্ট্রমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক’ স্লোগান

সোমবার, জুন ৩, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সামনে নিউইয়র্ক আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিরোধী স্লোগান দিয়েছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ মে) নিউইয়র্কের গুলশান টেরেসের মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগের এক মতবিনিময় সমাবেশে নো মোর সিদ্দিক স্লোগানের ঝড় তুলেন নেতাকর্মীরা। এর মাধ্যমে নিউইয়র্ক আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

পূর্ব ঘোষিত এই মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত আওয়ামী লীগ কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ। নিউইয়র্ক আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সভায় বক্তব্য রাখতে গেলে নো মোর সিদ্দিক স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকরা। এতে বিব্রত হন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরবর্তীতে সিদ্দিকুর রহমান দ্রুত বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন।

এদিকে সভায় বক্তব্য প্রদান কালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বিভিন্নমুখী কোন্দলের প্রতি ইঙ্গিত করে হাসান মাহমুদ বলেন, নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। তবে প্রতিযোগিতার পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে কাজ করতে হবে। সংগঠনের নেতা-কর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, নিজাম চৌধুরীসহ আরো অনেকেই।

সভায় বস্টন থেকে নিউইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফম ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকি, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি হুমায়ূন চৌধুরীসহ বিভিন্ন স্টেট ও সিটির নেতৃবৃন্দও অংশ নেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন