চলমান ডেস্ক: জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।
স্থানীয় সময় রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ২০মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা হন।
এর আগে রাত সাড়ে ৯টায় জন এফ কেনেডি-জেএফকে বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতারা তাকে বিদায় জানান।
জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে গত ৩০ আগস্ট আইজিপি ড. বেনজির আহমেদ নিউইয়র্কে আসেন। ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর পুলিশ সামিটের বিভিন্ন ইভেন্টে যোগ দেন ও জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন