যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কনি আইল্যান্ডে তিন শিশুর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শিশুদের মাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কনি আইল্যান্ড বিচে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন ওই তিন শিশু নিখোঁজ রয়েছে এমন বিষয় পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ শিশুদের বাড়িতে খোঁজ করে। সেখানে না পেয়ে কনি আইল্যান্ডে খোঁজ করলে শিশুদের নিথর দেহ বিচ থেকে উদ্ধার করে পুলিশ। এসময় তাদের মা ভিজা কাপড়ে ছিলো।
এতে নিহতদের একজন ৭ বছর বয়সী, একজন ৪ বছর বয়সী এবং আরেকজন ৩ মাস বয়সী।
নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারা জানিয়েছেন, এ ঘটনায় নিহত শিশুদের মাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তবে তাকে অভিযুক্ত করা হয় নি৷ তার অতীতে অপরাধের কোন ইতিহাস নেই৷ তবে ওই শিশুদের মৃত্যুর সাথে মায়ের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন