শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নিরাপত্তা জোরদার, পদ্মাসেতুতে টহল দিচ্ছে সেনাবাহিনী

মঙ্গলবার, জুন ২৮, ২০২২

প্রিন্ট করুন


চলমান নিউইয়র্ক ডেস্ক : 
পদ্মা সেতু পারাপারের সময় নির্ধারিত বিধি-নিষেধ পালন নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেতুতে শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পাশাপাশি হেঁটেও কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। কেউ যেন অনিয়ম না করে সে জন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে করেছেন পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লে. কর্নেল রবিউল আলম।

সোমবার বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউল আলম বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরেরদিন রবিবার ভোর থেকে জনসাধারণের জন্য সেতুটি উম্মুক্ত করা হয়। উদ্বোধনের পর থেকেই নিরাপদে যান চলাচলের জন্য বিবিএ ও সেনাবাহিনী তথা ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাওয়া জাজিরা প্রান্তে সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল রয়েছে। উদ্বোধনের পর থেকেই সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে সঠিকভাবে যানবাহন চলাচলের জন্য চেষ্টা করে যাচ্ছে।

রবিউল আলম আরো বলেন, সেতুর উপরে যানবাহন থামিয়ে জনসাধারণ যানবাহন থেকে নেমে সেতুর সৌন্দর্য অবলোকন করছে এবং ছবি ভিডিও ধারণ করছে। এতে সেতুর ওপর তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সেতুর ওপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি সাধিত হচ্ছে। এমতাবস্থায় গত ২৬ জুন বিবিএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এভোক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট ও ৯৯ কম্পোজিট ব্রিগেড তথা সেনাবাহিনীর ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে। উভয় প্রান্তের টোল প্লাজায় মাকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে সেতুর ওপর গাড়ি থামানো ও গাড়ি থেকে অবতরণ না করার ব্যাপারে অবহিত করা হচ্ছে। এছাড়াও ডিউটি পোস্টের মাধ্যমে সেতুর ওপর কোনো জনগণ হেঁটে না উঠতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে।

ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা সকলে মিলে আমাদের জাতীয় সম্পদ রক্ষা করি। সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষ ও পুলিশের মাধ্যমে আমরা স্বপ্নের পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করবো। মোটরসাইকেল কবে নাগাদ সেতু দিয়ে চলতে পারবে এমন প্রশ্নের উত্তরে সেনাবাহিনীর এ কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো আমরা জানি না।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন