শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিরাপত্তা পরিস্থিতির কারণে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাত্রা বিলম্বিত

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

তেল আবিব, ইসরাইল: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে তার যুক্তরাষ্ট্র যাত্রা এক দিন পিছিয়ে দিয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেরুজালেমে তার কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। সংবাদ এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের উত্তরে নিরাপত্তা পরিস্থিতির আলোকে তার যুক্তরাষ্ট্র সফর এক দিনের জন্য পিছিয়ে দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু এখন আগের পরিকল্পনা অনুযায়ী ২৪ সেপ্টেম্বরের বদলে ২৫ সেপ্টেম্বর ভ্রমণ করবেন।’

যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ২৮ সেপ্টেম্বর তার ইসরাইলে ফেরার কথা রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির অবনতি হওয়ায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে ইসরাইল ভয়ঙ্কর আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের বৈরুতে একটি ‘লক্ষ্যকৃত হামলা’ চালায়।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘এ হামলায় তাদের একজন শীর্ষ স্থানীয় সামরিক কর্তার মৃত্যু হয়েছে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন