শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নির্বাচনের পরিবেশ দেখতে ঢাকায় ইইউ মিশনের দুই সদস্য, আরও চার জন পথে

রবিবার, জুলাই ৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের পরিস্থিতি, প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) দুই সদস্য ঢাকায় এসেছেন। একই দলের আরও চার সদস্য ঢাকার পথে রয়েছেন।

শনিবার (০৮ জুলাই) ইইউ-ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক আইওআন্নাউ দিমিত্রা ও সদস্য আলভেস ক্রিটিনা দোস রামোস ঢাকায় এসে পৌঁছান।

জানা যায়, বাংলাদেশের গত দুই নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ইইউ এই পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে। দুই সপ্তাহের এই সফরে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আছে কি না, তা যাচাই করবেন। পর্যবেক্ষণ মিশনের সদস্যরা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, প্রধান রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকের পর এই মিশন ইইউর সদর দপ্তরে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন