ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচনি পর্যবেক্ষক মিশন এক সপ্তাহের সফরে আগামী ৭ অক্টোবর বাংলাদেশে আসছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থায়নপুষ্ট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রাকনির্বাচনি পর্যালোচনা সম্পাদন করবে। এনডিআইয়ের আন্তর্জাতিক পর্যবেক্ষণসংক্রান্ত ঘোষিত নীতিমালার আলোকে এটি সম্পাদিত হবে।’
প্রতিনিধি দলটি ৭-১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তাদের সাথে ছয়জন সহায়তাকারী কর্মকর্তা যুক্ত থাকবেন। প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, নারী তরুণ সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংগঠন ও বিদেশি কূটনৈতিক মিশনের সাথে বৈঠক করবে।
সফর শেষে প্রতিনিধি দলটি একটি বিবৃতি দেবে। এতে ইতিবাচক প্রবণতা, উদ্বেগের বিষয় ও সুপারিশ উল্লেখ থাকবে। প্রতিনিধি দলটি আন্তর্জাতিক অংশীদার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক ও বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে সমর্থনকারীদের সাথে ধারাবাহিক আলোচনা করবে।
প্রতিনিধি দলের প্রাথমিক ভূমিকা হল- নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানানো। একই সাথে নির্বাচনে সীমিত আকারে যুক্তরাষ্ট্র কোন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা তারও সুপারিশ করবে।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন