শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

নেতা সাইফুল আলমকে গ্রেফতারে চট্টগ্রাম সিটি বিএন‌পির নিন্দা ও প্রতিবাদ

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলমকে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে তার ধনিওয়ালা পাড়ার বাসা থেকে গ্রেফতার ডবলমুরিং থানা পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএন‌পি।  আহবায়ক শাহাদাত হো‌সেন ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর এ বিষয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গণ মাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেছেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সম্পূর্ণ জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাত ও গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় এসএম সাইফুল আলমকে গ্রেফতার বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের অপকর্মগুলোরই ধারাবাহিকতা।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘বর্তমান সরকারের সব অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন আরো বেশী ঐক্যবদ্ধ। দেশের মানুষসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিম রোলার চালিয়ে পৃথিবীর কোন স্বৈরশাসকই নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জুলুমবাজ সরকারকেও জনগণের কাছে তাদের অপশাসনের জবাব এক দিন দিতেই হবে।’

তারা দ্রুত এসএম সাইফুল আলমের নিঃশর্ত মুক্তির দা‌বি জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন