বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নেভাদার সমাবেশে নারীর শক্তির ওপর জেনিফার লোপেজের আস্থা

শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ নারীদের শক্তি ও প্রভাবের ওপর গুরুত্বারোপ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নেভাদার লাস ভেগাসে আয়োজিত এ সমাবেশে লোপেজ বলেন, আমি নারীর শক্তিতে বিশ্বাস করি… এই নির্বাচনে নারীদের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে।

সমাবেশে লোপেজ ল্যাটিনো সম্প্রদায়ের শক্তির কথাও উল্লেখ করেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প জাতিকে বিভক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি সকলকে একত্রিত করে এগিয়ে নিতে পারবেন।

নেভাদা অঙ্গরাজ্যের নির্বাচনী ভোটের ক্ষেত্রে ল্যাটিনো ভোটারদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নেভাদার মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ হিস্পানিক সম্প্রদায়ের মানুষ, যারা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ল্যাটিনো ভোট টানতে জেনিফার লোপেজের মতো তারকাকে নিয়ে আসা কমলা শিবিরের কৌশলের একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন