সিএন প্রতিবেদন: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে মহানগর ছাত্রলীগ নেতা তানজিল হাসান।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন বেড়িবাঁধে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা অপূর্ব আকাশ, ফারহান তানিম, রফিউদ্দিন সাকিব, মোহাম্মদ রাজু, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ নয়ন,
পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ পারভেজ, জাহিদ, মানিক, সাকিব হাসান।
এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বৃক্ষরোপণে সবাইকে আরও বেশি উদ্বুদ্ধ করতে উৎসাহিত করেন। পাশাপাশি ব্যাক্তিগত ভাবে কয়েকজন চারার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন