মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ১৭ নিহত

রবিবার, মার্চ ১৯, ২০২৩

প্রিন্ট করুন

শিবচর, মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

রোববার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের চালক পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি সড়কের খাদে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ দুর্ঘটনায় সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে তিনি।

এখনো উদ্ধারকাজ চলছে বলে জানান পুলিশ সুপার।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন