বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পশ্চিম তীরে ইসরাইলী হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

প্রিন্ট করুন

নাবলুস, ফিলিস্তিন: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলী অভিযানে ১১ ফিলিস্তিনী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবারে (২২ ফেব্রুয়ারি) ইসরাইলী এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনী আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অধিকৃত পশ্চিমতীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। ইসরাইল এ অভিযানকে ‘সন্ত্রাস-বিরোধী’ হিসেবে বর্ণনা করেছে।

এ দিকে, ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেখ একে গণহত্যা হিসেবে বর্ণনা করে তার দেশের জনগণের জন্যে আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলী সেনাবাহিনী বলেছে, ‘একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।’

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিমতীর এলাকার পরিস্থিতিকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘উত্তেজনা আকাশ সমান ও শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই আরো সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘যারা নিহত হয়েছে, তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এছাড়া, আরো ৮২ জন লোক আহতাবস্থায় হাসাপাতালে ভর্তি হয়েছে।’

এ দিকে, ফিলিস্তিনের রেডক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এ রকম ২৫০ জন ও বন্দুক হামলায় আহত বেশ কিছুজনকে চিকিৎসা দিয়েছে।

আরব লীগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, ‘ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্যে দায়ী।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ‘এ পর্যায়ের সহিংতার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন।’

ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনী অঞ্চল দখলে নেয়।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন