সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শিরোনাম

পাঁচ বছরের কম বয়সীদের করোনা টিকার অনুমোদন চায় ফাইজার

বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের জন্য নিজেদের তৈরি করোনা ভাইরাসের টিকা ব্যবহারের জন্য আমেরিকার স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অনুমোদনের আবেদন করছে ফাইজার ও বায়োএনটেক। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কোম্পানি দুইটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে আমেরিকায় এ বয়স গ্রুপের শিশুদের জন্য পাওয়া প্রথম করোনা টিকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জায়ান্ট এ দুই কোম্পানি জানায়, তারা এফডিএ এর অনুরোধ জানানোর পর তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে।

এমন ঘোষণার পরই টুইটারে দেয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার বিষয়ে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) সভা করবে।

এফডিএ এর ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, ‘এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী টিকা পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ সম্প্রতি অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন