সিএন প্রতিবেদন: পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা সফরে গেছেন তিন উপদেষ্টা।
তারা হলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তারা হেলিকপ্টার করে ঢাকা থেকে রাঙ্গামাটি পৌঁছান। পরে সেনানিবাসের প্রান্তিক হলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় নেতারা বৈঠকে যোগ দেন।
এক বাঙালিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় খাগড়াছড়িতে গত কয়েকদিন ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানেও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। বর্তমানে এই দুই জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন