শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

পুতিনকে ‘কুত্তার বাচ্চা’ বললেন বাইডেন, পুতিন করলেন প্রশংসা

শুক্রবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে জবাবে পাল্টা গালি না দিয়ে বরং বাইডেনের প্রশংসাই করলেন পুতিন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য দেন জো বাইডেন। সেখানে বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’

পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিলেন বাইডেন পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিলেন বাইডেন
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বাইডেনের ‘অভদ্র’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বিদ্রূপের হাসি হাসেন এবং বলেন, ‘আমরা যেকোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আমার মনে হয়, রাশিয়ার জন্য বাইডেনই বেশি পছন্দসই প্রেসিডেন্ট। আর তিনি যা বলেছেন, তা থেকে প্রমাণিত হয়, আমি একেবারে সঠিক।’

৭১ বছর বয়সী পুতিন ৮১ বছর বয়সী বাইডেনের প্রতিক্রিয়াকে যথার্থ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি তো আর আমাকে বলবেন না যে “হে বিশ্ব শাসক, আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করেছেন”।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন