শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

পুতিনের কর্মকাণ্ড অপছন্দ করেন ১৭ শতাংশ রুশ: জরিপ

শনিবার, মার্চ ৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড অপছন্দ করেন রাশিয়ার অন্তত ১৭ শতাংশ মানুষ। সম্প্রতি রুশ গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের (এফওএম) এক জরিপে এ বিষয়টি উঠে এসেছে।

পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন মোট ১ হাজার ৫০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এই জরিপ চালায়। রাশিয়ার ৫৩টি অঞ্চলের ১০৪টি গ্রামীণ ও শহুরে এলাকা থেকে জরিপে অংশগ্রহণকারীদের বাছাই করা হয়। চলতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে এটি পরিচালনা করা হয়।

জরিপে ৮৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা পুতিনের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে বিবেচনা করেন। পুতিনকে রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বাস করেন ৮২ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া, ৫৫ শতাংশ উত্তরদাতা রুশ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। একই সঙ্গে উত্তরদাতাদের ৬১ শতাংশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন।

রাশিয়ায় চলতি মাসের ১৫ থেকে ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৪ শতাংশ জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন