বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পুরো দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) পুরো দেশে দিনের তাপমাত্রা ২-৫ ডিগ্রী সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন খুলনার কয়রায় ২৪ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ১০৭ মিলিমিটার। এছাড়াও, ভোলায় ৭৪ মিলিমিটার, চট্টগ্রামের রামগতিতে ৬৯ মিলিমিটার ও খুলনার কয়রায় ৬৪ মিলিমিটার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ৫২ মিনিটে ও কাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর পাঁচটা ৪৯ মিনিটে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন