মিরসরাই, সীতাকুণ্ড: চট্টগ্রামের মিরসরাই পৌরসভার একটি বাড়িতে প্রতিদিন সন্ধ্যা নামে আতংক নিয়ে। রাতের আঁধারে বসতঘরে আগুন লাগিয়ে পুড়ে ফেলার প্রতিপক্ষকের হুমকিতে ওই পরিবার ও আশপাশের বাসিন্দাদের মধ্যে এমন আতংক বিরাজ করছে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সন্মেলন করে এসব অভিযোগ আনেন মিরসরাই পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মো. আক্কাস আলী বাড়ির মো. আক্কাসের স্ত্রী রাশেদা আক্তার।
সংবাদ সম্মেলনে কান্না বিজড়িত তিনি বলেন, ‘অপরিচিত লোকেরা রাতের আঁধারে বাড়ির আশপাশে ঘুর ঘুর করায় আমাদের প্রতিটি সন্ধ্যা নামে আতংক নিয়ে। পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকিতে প্রতিটি রাত আমরা নির্ঘুম কাটাচ্ছি।’
লিখিত বক্তব্যে রাশেদা আক্তার আরো বলেন, ‘পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পূর্ব মিরসরাই মৌজায় বসবাস করে আসলেও ওই চক্রটি আমাদের ভিড়ে-মাটি দখলে নিতে বিভিন্ন সময় হামলা, পরিবারের সদস্যদের কুপিয়ে রক্তাক্ত, ঘরের মূলবান জিনিষপত্র লুট করে আসছে। বিশেষ করে শাখের ইসলাম রাজুর মদদে ওই ওয়ার্ডের মনগাজি ভূইয়া বাড়ির মো. রাজু, মো. হাসান, মো. খোরশেদ আলম প্রকাশ দুলাল, মো. বোরহান উদ্দিন প্রকাশ সবুজ, মো. জামশেদ আলম, মো. নিজাম উদ্দিন প্রকাশ রেন্টু, মো. আব্দুর রহামান প্রকাশ সৌরভ, মো. ওমর ফারুকরা এমন ঘটনা ঘটাচ্ছে।’
কাউন্সিলর রাজু ২০২১ সালে ২৫ জুন আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককেও খুন করে জেল খেটেছে বলেও জানান তিনি।
রাশেদা আক্তার বলেন, আমি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মিরসরাই থানায় ডায়েরি, মিরসরাই সহকারী জজ আদালতে মামলা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (উত্তর) চট্টগ্রামে মামলা ও গত ১৮ এপিল চীফ জুড়িশিয়াল ম্যাজিস্টেট্র আদালত আরো একটি সাধারণ ডায়েরী দায়ের করেছি।’
সন্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাশেদা আক্তারের মা নির্যাতনের শিকার আমেনা বেগম, বোন কানিজ ফাতামা ও খালেদা আক্তার, প্রতিবেশী নাইটগার্ড মো. মোশাররফ হোসেনের স্ত্রী রোকসানা আক্তার।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন