সিএন প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় পুলিশের গুলি চালানোর কারণ তদন্ত করে বের করা হবে। কেউ যদি ভুল করে থাকে সেটাও আমরা দেখবো।’
বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা অনেক কিছুই জিজ্ঞাসা করেছেন। তারা জিজ্ঞাসা করেছেন, আর কতদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে। তোমাদের কারফিউ, এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলেছি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব অল্প সময়ের মধ্যে কাভার করতে পারবো। কারফিউ প্রত্যাহার করতে পারবো, সেনাবাহিনীও খুব স্বল্প সময়ের মধ্যে ব্যারাকে ফিরে যাবে।’
সহিংসতা নিয়ে তদন্তের বিষয়ে তাদের আগ্রহ কথা জানিয়েছেন কি না- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কী কী করেছো? বলেছি আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছি। সেটা এক সদস্য থেকে তিন সদস্যের করা হয়েছে। পুলিশের তদন্ত হবে। কেন পুলিশ গুলি করতে বাধ্য হলো, সবই তদন্তের মাধ্যমে…. কেউ যদি ভুল করে থাকে সেটাও আমরা দেখবো।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন