বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব পায়নি যুক্তরাষ্ট্র

রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু তথা ইউএফও নিয়ে নতুন করে গবেষণা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এতে এলিয়েন (ভিনগ্রহবাসী) পৃথিবী পরিভ্রমণের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, এলিয়েন (ভিনগ্রহবাসী) পৃথিবী ভ্রমণ করেছে কিংবা দুর্ঘটনায় পড়ে অবতরণ করেছে এখন পর্যন্ত এমন কোনো তথ্যপ্রমাণ পায়নি পেন্টাগন।

এদিকে পৃথিবীতে এলিয়েনের কোন অস্তিত্ব পাওয়া না গেলেও মহাকাশে, আকাশে কিংবা পানির নিচে যেখানেই হোক না কেন, অস্বাভাবিক ও অজ্ঞাত বস্তুগুলোর তদন্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পেন্টাগন। তাদের সামনে কয়েকশ নতুন ঘটনা এসেছে, যা এখন তদন্ত করা হচ্ছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন