বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে বলাকার ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

প্রিন্ট করুন

পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে ‘লালন সন্ধ্যা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার (২৭ অক্টোবর) সঙ্গীত ও কবিতার মনোমুগ্ধকর এ আয়োজন করে বলাকা।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের বিখ্যাত গান ও দর্শনকে কেন্দ্র করে প্রাণবন্ত সন্ধ্যা উপহার দেন সঙ্গীতশিল্পী নারায়ণ বোস ও বলাকার প্রতিভাবান শিল্পীরা।

গোষ্ঠী সংগীতে অংশ নেন নারায়ণ বোস, বিজয়া সেনগুপ্তা, রীনা বোস, প্রিয়াঙ্কা বিশ্বাংগ্রী, ঝুমা দাশ, সামসুম মুনিরা কস্তুরী, নার্গিস পারভীন, হেনা হোসেন, গুলশান আরা সাফি, মোহনা বোস গৌরী, মিতু মণ্ডল, মুরাদ হোসেন, ফারুক আহাম্মেদ পলাশ, মোহাম্মদ সেকুল মিয়া, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, হিমাদ্রি হিমু, ত্রিদীপ বিশ্বাস এবং তবলায় ছিলেন তপন মোদক।

গানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল কবিতা মজমা শিরোনামে কবিতা পাঠ, যা বিচ্ছেদ ও অন্তর্মুখী অনুভূতির উপর ভিত্তি করে। এতে আবেগময় পরিবেশন করেন রুমানা আলম, দিলরুবা আফরোজ রুবা, ফারুক আহাম্মেদ পলাশ, জোহরা খাতুন কলি ও অভিষেক চৌধুরী।

অনুষ্ঠানের স্বক্তব্য দেন লালন সন্ধ্যার আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদুল হাসান সারওয়ার ড্যানিয়েল ও সদস্য সচিব ফারুক আহাম্মেদ পলাশ। অনুষ্ঠান পরিকল্পনা ও বিন্যাসে ছিলেন বদরুজ্জামান আলমগীর। তিনি লালন অন্বেষার উপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। লালনের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য তথ্যচিত্র উপস্থাপন করেন মোহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা আলম ও মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল। গীত আলেখ্য উপস্থাপন করেন সামসুম মুনিরা কস্তুরী- যা লালন সন্ধ্যার গভীরতা ও সুরেলা আবহকে আরো সমৃদ্ধ করে।

লালন ফকিরের গান, কবিতার অভিব্যক্তি, আলোচনা ও তথ্যচিত্রের সমন্বয়ে এ সন্ধ্যা একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি সম্প্রদায়কে একত্রিত করার মাইলফলক হিসাবে বিবেচিত হতে পারে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন