মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীতে চবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

সোমবার, জানুয়ারী ১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বিক্ষোভ মিছিলের মাধ্যমে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। দেশজুড়ে নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন ও হেফাজতে নির্যাতনের প্রতিবাদে এই ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (০১ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলটি চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী মোড় থেকে শুরু হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিবাদী এই মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, পুলিশের হেফাজতে নির্যাতন চলছে। এই পরিস্থিতিতে উৎসব করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুযোগ নেই। তাই আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন