শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে ‘হঠাৎ’ সুপ্রিমকোর্টে সিইসি

সোমবার, জুলাই ৩১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকটি আধা ঘণ্টার মতো স্থায়ী হয়।

সোমবার (৩১ জুলাই) সুপ্রীম কোর্টে দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক হয়।

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌‌‘আমি ও নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।’

এর আগে, দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির প্রতিনিধি দল।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন