চট্টগ্রাম: প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২১ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমায় প্রথম বর্ষ/সেমিস্টার ও ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়/মেডিকেলে প্রথম বর্ষ/সেমিস্টার শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে- এমন মেধাবী শিক্ষার্থীদের কাজ থেকে বিভিন্ন শর্ত ও যোগ্যতা সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আবেদনের শর্ত ও যোগ্যতা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd থেকে জানা যাবে।
সব শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক- http://stipen.wewb.gov.bd/stipend
শুধুমাত্র এসএসসি/সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমার (কারিগরি শিক্ষাবোর্ড) শিক্ষার্থীরা সরাসরি/ডাকযোগে আবেদন করবে। অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট- www.wewb.gov.bd থেকে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারবে। পরিচালক (আইআরপি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, নবম তলা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকা-১০০০ এ ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
অনলাইন বা সরাসরি সব আবেদন পত্রই আগামাী ৩১ মের মধ্যে দাখিল করতে হবে।
যে কোন তথ্যের জন্য ‘প্রবাসবন্ধু কলসেন্টার’ এর নম্বর- ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০৮০০০১০২০৩০ বা বিদেশ থেকে ০৯৬১০১০২০৩০ কল করা যাবে।
চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা ওপরের নাম্বারগুরেঅ ছাড়াও উপপরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সরকারি কার্যভবন-২, আগ্রাবাদ চট্টগ্রাম, ফোন (০৩১) ৭২০৮৮১, ৭২১৬৩৯ এ যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারবে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন