ঢাকা: প্রাক্তন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে এতে বলা হয়, ‘গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও খুনের ঘটনায় ফরহাদ হোসেনকে ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’
পরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত হন পোশাককর্মী রুবেল। ওই ঘটনায় গেল ২২ আগস্ট রুবেলের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে আদাবর থানায় খুনের মামলা করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন প্রাক্তন সরকারের আমলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর পূর্বে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন