শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ফখরুলের সাথে যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিনের রুদ্ধদ্বার বৈঠক

রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মন্ত্রী আফরিন আখতার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনিটায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সকালে ঢাকায় পৌঁছেছে।

সেখানে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাড়ে তিন মাস কারাগারে বন্দি থেকে মুক্তি পাওয়ার পর বিদেশিদের সাথে এটাই মির্জা ফখরুল ও আমীর খসরুর প্রথম বৈঠক।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন