নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আবার মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনার) ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাওলানা মো. দেলোয়ার হোসাইন। আগামী ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য এই পদে নির্বাচিত হন তিনি।
মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন দেলোয়ার হোসাইন। আর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা তাকে জানিয়েছেন অভিনন্দন ও শুভেচ্ছা।
দেলওয়ার হোসাইন এর আগে ২০১৭-১৮ সেশনে এক বার এবং তার আগে আরও এক বার মোট দুই দুই বার মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী, সদস্য ও সিনিয়র সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট ও মজলিশে শুরার সদস্য নির্বাচন করেন সদস্যরা
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশী-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুনা। ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াসহ দ্বীনের বিভিন্ন খেদমতে কাজ করে এই সংগঠন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন