ঢাকা: বাংলাদেশের জীবন বিমা খাতে ফের সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল মেটলাইফ। অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে সুপারব্র্যান্ডস। সম্প্রীতি, সুপারব্র্যান্ডসের কাছ থেকে এ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ।
সুপারব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়। একটি স্বতন্ত্র বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
বাংলাদেশে মেইলাইফের ৭০ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দেশের সর্বত্র বিস্তৃত উপস্থিতি, বিশ্ব মানের বীমা ও গ্রাহক-সেবা এবং এ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সেরা রেকর্ডের কারণে সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ।
বাংলাদেশে দশ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক ও ৮০০’র বেশি প্রতিষ্ঠানকে জীবন বিমা সেবা দিচ্ছে মেটলাইফ।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, বলেন, ‘ফের সুপারব্র্যান্ডস পুরস্কার অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এ জন্য আমাদের গ্রাহক, কর্মী, এজেন্ট ও নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্ব মানের জীবন বিমা প্রদানের মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন এ পুরস্কার। এটি বাংলাদেশের বিমা খাতের জন্যও একটি ইতিবাচক অধ্যায়।’
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন