মিয়ামি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে গ্রীস্ম মন্ডলীয় ঝড় ডেবির আঘাতে চারজনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
হারিকেন ক্যাটাগরি ওয়ান হিসেবে ডেবি সোমবার (৫ আগস্ট) ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে। লেভি কাউন্টিতে একটি অস্থায়ী বাড়িতে গাছ ভেঙে পড়লে ১৩ বছরের এক বালক নিহত হয়। এছাড়া হিলসবরো কাউন্টিতে ট্রাক খাদে পড়ে ১৮ বছরের এক ড্রাইভার, ডিক্সি কাউন্টিতে গাড়ি দুর্ঘটনায় ৩৮ বছরের এক নারী ও ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে।
ঝড়টি রাতে জর্জিয়া উপকূলের দিকে চলে যায় ও আগামী বৃহস্পতিবার নাগাদ এটি সাউথ ক্যারোলাইনা উপকূল পাড়ি দেবে বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে, ঝড়ের কারণে ফ্লোরিডার প্রায় আড়াই লাখ বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে রাজ্যের গর্ভণর রন ডিস্যান্টিস জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন। এছাড়া, রন ডিস্যান্টিস রাজ্যের তিন হাজারেরও বেশি ন্যাশনাল গার্ডকে লোকজনের সাহাযার্থে দুর্গত এলাকায় পাঠিয়েছেন।
সিএন/আলী
Views: 3
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন