শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বঙ্গবন্ধু শিল্প নগর: আমেরিকার ক্যাম্পেক্সসহ চার প্রতিষ্ঠানের সাথে বেপজার চুক্তি

সোমবার, ফেব্রুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে প্রথম বারের মত দেশি বিদেশি চারটি প্রতিষ্ঠানের সাথে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। আমেরিকা, চীন ও শ্রীলঙ্কা মালিকানাধীন তিনটি ও বাংলাদেশি একটি প্রতিষ্ঠান শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই করে। প্রতিষ্ঠানগুরো গার্মেন্টস, গার্মেন্টস এক্সেসরিজ, ক্যাম্পিং ইকুইপমেন্টস ও স্যু এক্সেসরিজ শিল্পে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে; যেখানে ২৩ হাজার ৪৫৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেডের পরিচালক জগাথ প্রিয়ান্থা, ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়েল কোম্পানি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান হি জেইকুন, ক্যাম্পেক্স (বিডি) লিমিটেডের প্রতিনিধি শাহাদাত মুশাররফ খান ও টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সিকদার চুক্তিতে সই করেন। এ চুক্তি সইয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘বিনিয়োগ আকর্ষণে বেপজার রয়েছে অনন্য চৌম্বকীয় শক্তি (ম্যাগনেটিক পাওয়ার); যা প্রকৃতপক্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। বেপজা শুধু বৈশ্বিক অর্থনীতির সাথেই আমাদের যুক্ত করছে না; পাশাপাশি দেশের মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সাহায্য করছে।’

চুক্তি সইকে একটি নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন,  ‘সামনের দিনে আরো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে।’

চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রীলংকান শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি লিমিটেড ৩৬ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ৩২ দশমিক ১৪ মিলিয়ন পিস ওভেন বোতাম ও ওভেন জ্যাকেট উৎপাদন করবে; যেখানে ১৭ হাজার ৮৯৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন চীনা প্রতিষ্ঠান মেসার্স ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়েল কোম্পানি (বিডি) লিমিটেড দুই দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি স্যু এক্সেসরিজ শিল্প স্থাপন করবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ৩৫ হাজার টন স্যু এক্সেসরিজ (ফোম, ফোম পিইউ ইনসোল, লেমিনেশন গুডস, ফুটওয়্যার আইটেম ইত্যাদি) ও প্যকেজিং আইটেম (কার্টুন, পেপারবোর্ড বক্স, ইনার বক্স, চিপবোর্ড প্যাকেজিং ইত্যাদি) উৎপাদন করবে; যেখানে ৩৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মেসার্স ক্যাম্পেক্স (বিডি) লিমিটেড, যুক্তরাষ্ট্র মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানটি ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি তাঁবু, তাঁবু সরঞ্জাম এবং আউটডোর গার্মেন্টস উৎপাদনকারী শিল্প স্থাপন করবে; যেখানে পাঁচ হাজার জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ৫০ লাখ পিস তাঁবু, ব্যাক প্যাক,স্লিপিং ব্যাগ, মুভি স্ক্রিন, প্রজেকটর, স্ক্রিন ওয়াল, লকার, সান স্ক্রিন, ব্যালকনি স্ক্রিন, সিট কভার, ক্যাম্পিং ফার্নিচার, রেইনকোট, জ্যাকেট, ইত্যাদি উৎপাদন করবে।

১ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশি কোম্পানি মেসার্স টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেড একটি গার্মেন্টস এক্সেসরিজ ও পেপার কনভার্টিং শিল্প স্থাপন করবে; যেখানে ১৯৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ১১ হাজার ৭১৭ টন থার্মাল স্টিকার লেবেল, প্লটার মার্কিং পেপার, কেয়ার লেবেল, মাস্টার কার্টুন বক্স, স্ক্রিন প্রিন্ট হিট ট্রানসফার অ্যান্ড ট্রান্সফার লেবেল, ট্যাগ ইত্যাদি উৎপাদন করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ এর ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১ হাজার ১৩৮ দশমি ৫৫ একর জায়গায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করেন। মাস্টারপ্ল্যান অনুযায়ী এখানে প্রতিটি ৩ হাজার ৬০০ বর্গ মিটার আয়তনের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫৩৯টি শিল্প প্লট তৈরি করা হবে। বেপজা অর্থনৈতিক অঞ্চল পুরোদমে চালু হলে এখানে ৩০০-৩৫০ কারখানা স্থাপন সম্ভব হবে, ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে ও পাঁচ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন