শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে দশ ক্রু জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

শনিবার, অক্টোবর ৯, ২০২১

প্রিন্ট করুন
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে দশ ক্রু জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড 1
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে দশ ক্রু জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড 1

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সুন্দরবনের জেফোর্ড পয়েন্ট হতে ডুবে যাওয়া ‘এমভি বিউটি অব লোহাগড়া-২’ লাইটার জাহাজ থেকে দশজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) আউটপোস্ট দুবলার চর।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

জানা যায়, লাইটার জাহাজটি শুক্রবার (৮ অক্টোবর) বিকালে ফেয়ারওয়ে বয় পাথর বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে আনুমানিক রাত ২২ দশটার দিকে জেফোর্ড পয়েন্ট থেকে দুই নটিকাল মাইল দূরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্ট গার্ডকে জানায়। খবর পেয়ে বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির দশজন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী তাদের দুবলার চরে নিয়ে আসা হয় এবং খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়। পরে উদ্ধারকৃত ক্রুদের তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন