বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বন্যার্তদের পাশে থাকতে গিয়ে নিজের জীবনই বিলিয়ে দিলেন চবি ছাত্র পলাশ

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ফাহিম আহমাদ পলাশ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নোয়াখালীর বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন।

বুধবার (০৪ সেপ্টম্বর) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফাহিম আহমাদ পলাশ পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের বর্তমান সভাপতি।

জানা যায়, গত মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মিরসরাইয়ের অদূরে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পতিত হয়৷ এসময় ফাহিমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

পলাশের সহপাঠীরা জানান, দুর্ঘটনায় তার তার পা ভেংগে গেছে। কয়েক জায়গায় ফ্রাকচার হয়েছে। হিপ বোনেও সমস্যা হয়েছে। অভ্যন্তরীন অনেক রক্তক্ষরণ হয়েছে।

পলাশের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সিএন/এমটি

Views: 49

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন