বরিশাল প্রতিবেদক: দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধিতে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণ অধিকার পরিষদের উদ্যোগে বরিশাল মহানগর ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মো. শফিকুল ইসলাম সাগর ও নুসরাত মুনার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, আবু সাঈদ মুসা, সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় সদস্য গণ অধিকার পরিষদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মুন্না, সিনিয়র সহ সভাপতি আবু নাঈম, মহানগর যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাজা কাওসার, সদস্য সচিব শফিকুল ইসলাম সাগর, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাজন মৃধা, সদর উপজেলার আহবায়ক জাকারিয়া মিজান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট অবৈধ, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার সমালোচনা করে দ্রুত সিন্ডিকেট ভেঙ্গে কৃত্রিম সংকট কাটিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কে অনুরোধ জানান। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভর্তুকি দিয়ে অসহায় জনসাধারণের ভোগান্তি লাঘবে কার্যকর ভুমিকা নেয়ার জন্য বলা হয়।
এই বিষয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জনগণ কে সাথে নিয়ে ভবিষ্যতে গণ আন্দোলন করার হুশিয়ার করেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন