রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশি দূত‌কে তল‌ব করল রাশিয়া, কাল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা ব‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করে মস্কো।

শাহরিয়ার আলম ব‌লেন, মস্কোয় আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে রাশিয়ার যে বৈঠক হয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বৃহস্পতিবার দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশও আমাদের নীতিগত অবস্থান থেকে যখন যেখানে ভোটের যেই ধারা যেমন হওয়া উচিত সেভাবে করেছি। শিগগিরই সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব আসছে। সেটা নিয়ে আমরা বিবেচনা করছি। পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা ৬৯টি রুশ জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব ক‌রে‌।

বাংলা‌দে‌শি দূত‌কে তল‌বের বিষ‌য়ে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষ পণ্যবাহী রাশিয়ার জাহাজ দেশটির বন্দরে ভিড়তে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে দেশটির কূটনৈতিক মিশনের প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার রোদেনকো আন্দ্রে ইউরেভিচ বাংলা‌দে‌শি দূতকে ডে‌কে জানান, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। বাংলাদেশ জানতে পারে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’ জাহাজ। যেটি রঙ ও নাম বদল করে উরসা মেজর নাম দেওয়া হয়।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন