রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী পশ্চিম বাংলার ব্যবসায়ীরা

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারতের কলকাতার ব্যবসায়ী সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে বেজার কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তারা এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো যাচাইয়ের জন্য এ সংগঠনের প্রায় ২০ সদস্য বিশিষ্ট একটি দল পাঁচ দিনের সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছে। সভায় বেজার উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বেজার সার্বিক কর্মকাণ্ড নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন বেজার মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হাসান আরিফ।

বেজার নির্বাহী চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিতব্য অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি বছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন/রপ্তানি আয় প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে।’  

ব্যবসায়ী প্রতিনিধিদের প্রশ্নের আলোকে নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ও ভারতের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে একটি চমকপ্রদ মেলবন্ধন বিরাজমান এবং এ দ্বিপাক্ষিক সম্পর্ককে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে আরো সুসংহত করতে বেজা নিয়তই কাজ করছে। বেজা দুইটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করছে, যার একটি দুই দেশের সীমান্তবর্তী স্থান মোংলায় এবং অপরটি চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অংশে অবস্থিত।’

তিনি জানান, ওই অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য প্রকল্প পরিকল্পনা ছাড়াও আইনী দলিলাদি প্রস্তুতির কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, দুই দেশের সীমান্তবর্তী আরো কিছু স্থান যেমন কুষ্টিয়া, পঞ্চগড়, বগুড়া, নীলফামারীতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য বেজা কাজ করছে। এশিয়ান পেইন্টস, ম্যারিকো, সাকাতাসহ ইতিমধ্যে বেশ কয়েকটি ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে বলে তিনি জানান।  

তিনি আরো জানান, সব অর্থনৈতিক অঞ্চলে মোট ৩৮টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে সরকারী অর্থনৈতিক অঞ্চলে-পাঁচটি, বেসরকারী অর্থনৈতিক অঞ্চলে রয়েছে ৩৩টি।

তিনি উল্লেখ করেন, দেশের প্রথম পরিকল্পিত ও স্মার্ট শিল্প নগর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রয়োজনীয় সব ইউটিলিটি সুবিধা নিশ্চিতের মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে বেজা একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প নগর স্থাপনে কাজ করছে।

তিনি জানান, দাখিলকৃত বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী এখানে মোট বিনিয়োগ হবে প্রায় ১৭ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

কলকাতার ব্যবসায়ী প্রতিনিধিরা জুয়েলারি শিল্পসহ অন্যান্য শিল্পে কর অবকাশ, বিনিয়োগের প্রকৃতি, আমদানী রপ্তানী বিধি ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও, তারা ম্যানুফাকচারিং, ইঞ্জিনিয়ারিং, জ্বালানী, বিদ্যুৎ, আইটি, দক্ষ জনবল তৈরি, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জাহাজশিল্প ও সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদের প্রধান হিসেবে বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ডেসিগনেট গৌতম রায় বলেন, বাংলাদেশের আতিথেয়তায় তারা সবাই মুগ্ধ।

তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ নিয়ে তার সংগঠনের পক্ষ থেকে যথেষ্ঠ আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে ফলপ্রসু আলোচনা চলবে।’

বলে রাখা ভাল, সফরে সংগঠনটি ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, ডাক, তার ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে মত বিনিময় করেছে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন