শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (2)
Untitled design (2)

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে ও যুক্তরাষ্ট্র কোন বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।’

বুধবার (১৫ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একই বার্তা এখানে সব রাজনৈতিক দলকে দিয়েছি যে, যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে (বাংলাদেশে) নিরপেক্ষ থাকবে।’

সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’

হাস আরো বলেন, ‘আমরা কোন বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সব পক্ষকে সহিংসতা রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি ও নির্বাচনের পরিবেশকে আরো ভাল করতে সহায়তা করার জন্য পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার চেষ্টা করছি।’

হাস ‘যুক্তরাষ্ট্রের দূতাবাসের লোকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসত রাজনৈতিক বক্তব্য’ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হাস বৈঠককালে কাদেরের কাছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন