শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের পাঁচ পরামর্শ

রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ্রগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচটি পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল।

চলতি মাসের ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা সফর করে দেশে ফিরেই প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি পরামর্শ তুলে ধরেছেন।

পরামর্শগুলো হলো-

১. সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।

২. নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।

৩. অহিংসার প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

৪. সকল নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে হবে।

৫. সব দলকে অর্থবহ এবং সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করে। দেশের নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন